News update
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     

‘ম্যাজিকাল নাইটে’ ঢাকা মাতাবেন আতিফ আসলাম

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-10-15, 7:59am

527c77ae0b435d5517009c841fee15d9ef0a6ef6f906eac4-0c1373bb02aa9211fe8b190323ed98fb1728957545.jpg




চলতি বছরেই বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আবারও ভক্তদের সুখবর দিলেন তিনি। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে।

আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। এর আগে গত এপ্রিল মাসে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন আতিফ আসলাম।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে “ম্যাজিকাল নাইট ২.০” কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’।

আয়োজকরা নিজেদের ফেসবুকে পেজে আতিফ আসলামের জনপ্রিয় গান “কুচ ইস তারহা” গানের মিউজিক শেয়ার করে এই কনসার্ট আয়োজনের ঘোষণা দেয়। মিউজিক শুনে নেটিজেনরা বুঝে নিয়েছেন এই কনসার্টে গাইবেন আতিফ।

জানা গেছে, ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে আতিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের আরও একজন শিল্পী। বাংলাদেশ থেকেও অংশ নেবেন একাধিক শিল্পী।

উল্লেখ্য, ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ১টার দিকে। তবে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, তা জানা যায়নি। তবে টিকিট পাওয়া যাবে ট্রিপল টাইম কমিউনিকেশনের নিজস্ব ওয়েবসাইট টিকেট টুমরোতে পাওয়া যাবে। এ মাসের শেষের দিকে এটি আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে। তথ্য সূত্র সময় সংবাদ।