News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

শহীদ স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-12-21, 7:36am

img_20241221_073552-0a0d60adf1624c74bdb6e86fe33b21b61734744992.jpg




আলোচিত-সমালোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ড করে সংবাদের শিরোনামে আসেন। এবার এই সমালোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন। তার সঙ্গে বিপাকে পড়েছেন তার সঙ্গী রিয়া মনিও।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভে জুতা পরে তারা টিকটক ভিডিও করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করেন। পরে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে নাচ গান করতে গিয়েছিলেন হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি। পরে রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানান হিরো আলম। একপর্যায়ে এ ঘটনা জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মাঝে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহীদদের প্রতি চরম অবমাননা, যা বরদাস্ত করা যায় না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হবে।

এ বিষয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন বলেন, বিষয়টি জেনেছি। এরই মধ্যে হিরো আলম সার্কাসে রাতের শো শেষ করে চলে গেছেন।

এদিকে বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি। এটি অত্যন্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি