News update
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     

ঢাকায় রাহাত ফতেহ আলী খান, রাতে শোনাবেন গান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-12-21, 12:59pm

img_20241221_124821-f2880e97542d11ee78a76278819cb71d1734764344.jpg




‘স্পিরিটস অব জুলাই’-এ যোগ দিতে বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন উপমহাদেশের প্রখ্যাত এ সংগীতশিল্পী। এ সময় তাকে তাকে ফুল দিয়ে গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

পরে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে ওঠেন তিনি।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের সাহায্যার্থে আয়োজিত এ কনসার্টে গান গাইবেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করার কথা রয়েছে।

রাহাত ফতেহ আলী খানের পাশাপাশি কনসার্টে আরও গান গাইবে জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এই আয়োজনে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফাতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান শোনাবেন।

এই কনসার্টের বিক্রিত টিকিট হতে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না। এ ছাড়া গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দল কোনো পারিশ্রমিক নেবেন না। কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক (টিকিট ও ভেন্যু) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ বিষয়ে প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম সই করা বিশেষ আদেশে বলা হয়েছে, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো। কনসার্টটি আয়োজনে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, রাহাত ফাতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সহযোগিতা করছেন। এই আয়োজনে বিক্রিত টিকিটের সকল অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে। এবং এটি একটি অ-লাভজনক আয়োজন। সেহেতু, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬’র উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআর কনসার্টটি আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক শর্ত পরিপালন সাপেক্ষে অব্যাহতি প্রদান করল।

শর্তের মধ্যে রয়েছে—মূসক আইনের ধারা ৯২ অনুযায়ী সংশ্লিষ্ট কমিশনার এই আদেশের মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্ক মুক্তভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করবেন; কনসার্টটি মূসক ও প্রযোজ্য সম্পূরক শুল্ক মুক্তভাবে প্রদর্শনের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অভিযোগ আপত্তি উত্থাপিত হলে সেক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধযোগ্য হবে।

অপরদিকে, ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ আয়োজনকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। যানজট এড়াতে এ সময় টোল ছাড়াই বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকবে। ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আর্মি স্টেডিয়ামের আশপাশের সড়কগুলোর যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। টঙ্গী-উত্তরা থেকে গুলশান, বনানী ও মহাখালী অভিমুখী যানবাহন স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এ ছাড়া উত্তরা থেকে এয়ারপোর্ট হয়ে গুলশান ও বনানীগামী যানবাহন রেডিসন হোটেলের আগে ইউটার্ন অথবা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার সুযোগ পাবে। ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহনের জন্য কুর্মিটোলা হাসপাতালের সামনের র‌্যাম্প ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।আরটিভি