News update
  • Israel says Gaza ceasefire delayed      |     
  • TikTok shuts down US access     |     
  • Gaza ceasefire: Gazans hope to return to their ruined homes     |     
  • ‘Lebanon is on the cusp of a more hopeful future’: UN chief      |     
  • Ziaur Rahman's 89th birth anniversary today, BNP programs      |     

আমি ভালোবাসার কাঙাল: তাহসান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-01-07, 7:10am

img_20250107_070851-31aed6dd548513a59a4075f97ab79bab1736212246.jpg




দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

এদিকে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান। ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন। তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজা। রোজার হাতে মেহেদি লাগানো।

এদিকে বিয়ের পর প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বললেন তাহসান খান। তার নতুন গানের প্রকাশনা অনুষ্ঠানে সোমবার (৬ জানুয়ারি) নতুন বিয়ের পর অনুভূতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশের অনেকেই রস বোধ অনেক কিছুতেই আনতে পারি না। তাছাড়া আমরা জাতি গতভাবে একটু বেশি জাজমেন্টাল। সবকিছুতেই চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই তাদের এক্ষেত্রে এই বিশ্লেষণটা আরও বেশি দেখা যায়। তাই যেভাবে প্রশ্নের উত্তরটা মজা করে দেয়া দরকার সেভাবে দিতে পারছি না। তবে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, অসাধারণ অনুভূতি।

বিয়ের পর অনেকেই বিষয়টি নিয়ে নানা সমালোচনা করছে বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তাহসান বলেন, আসলে সবাই যে আমাকে ভালোবাসবে সেটা তো কখনো হবে না। তবে আমার বিয়ের খবরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসা জানাচ্ছে সেগুলো নিয়েই আছে। বাকিগুলোতে কান দিতে বা দেখতেও চাই না। এক কথায় আমি ভালোবাসার কাঙাল। আরটিভি