News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

‘সমধর্মিতা’র জন্য দ্যা রোভারের বিশেষ আয়োজন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-11, 7:14am

img_20250211_071207-1a5f6c76475f052fe6cd5fd041fd64461739236448.jpg




মুক্তি পেয়েছে ভিন্নধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড দ্যা রোভার'র ডেব্যু অ্যালবাম ‘সমধর্মিতা’। অ্যালবামটি রিলিজ উপলক্ষে মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) বেইলি রোডের এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

সমধর্মিতায় রয়েছে সাতটি গান। সাইকেডেলিক সাউন্ড, ইন্ডিয়ান ক্লাসিক্যাল রিদম, বাউলিয়ানা লিরিক ও রক অ্যান্ড রোল এনার্জির এক অনবদ্য মিশ্রণ এই গানগুলো। অ্যালবামটি ইতোমধ্যে ইউটিউব ও স্পটিফাইতে রিলিজ করা হয়েছে। 

অ্যালবামের মূল বিষয়বস্তু, নিজেকে সত্যিকার অর্থে খুঁজে পাওয়া, নিজের সাথে কথা বলা ও নিজেকে জানা। আত্ম-অন্বেষণের এই যাত্রায় দ্যা রোভার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ও রক অ্যান্ড রোলকে। 

২০১৭ সালে দ্যা রোভারের যাত্রা শুরু হয়। কালের পরিক্রমায় দ্যা রোভার এখন একটি ট্রিও ব্যান্ড, অর্থাৎ ব্যান্ডের সদস্যা সংখ্যা তিন। গিটার আর ভোকালে আছেন রাতুল, বেজ ও ভোকালে আছেন জাফরী, এবং ড্রামসে আছেন তুনান। 

দ্যা রোভারের কম্পোজিশনে ষাট দশকের রক অ্যান্ড রোল, হিপি মিউজিক আর ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের প্রভাব থাকলেও, তাদের লিরিকে স্পষ্টতই ফুটে ওঠে বাংলার চিরায়ত বাউলিয়ানার প্রভাব। সমগ্র প্রাণ ও প্রকৃতির সাথে একাত্মতা, আত্মানুসন্ধানের তাগিদ, সাম্যের চেতনা - এসবই দ্যা রোভারের গানের মূল উপজীব্য। ডেব্যু অ্যালবামের সাতটি গানেও দ্যা রোভারের মতাদর্শের প্রতিফলন ঘটেছে। 

মানুষের সাথে মানুষের ও অন্য সকল প্রাণের যেই গভীর বন্ধন, তা শুভাকাঙ্খীদের সাথে উদযাপন করতে সঙ্গীত সন্ধ্যার দ্যা রোভারের পাশাপাশি গান গাইবেন এই সময়ের আরও বেশ কয়েকজন শিল্পী। যাদের মধ্যে আছেন আহমেদ হাসান সানি, শুভ্র, লিসান, মুয়ীয মাহফুজ প্রমুখ।