News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

পর্দার ‘অ্যালেন স্বপন’ এবার কমিকস বইয়ের দুনিয়ায়

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-22, 3:08pm

errq4234-93b378950780a637b6c608a4d15cfb251740215303.jpg




জনপ্রিয় বাংলা সিরিজের চরিত্র এল কমিকসের দুনিয়ায়! চরকির অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এর প্রধান চরিত্রকে এবার পাওয়া যাবে কমিকসের পাতায়! চরিত্রটি নিয়ে অমর একুশে বইমেলায় এসেছে ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’। কমিকসটি পাওয়া যাচ্ছে বইমেলার ৯৪৯-৯৫০ নম্বর স্টল  ঢাকা কমিক্সে।

সম্প্রতি ঢাকা কমিক্সের স্টলে মোড়ক উন্মোচন করা হয় কমিকস বইয়ের। এ সময় উপস্থিত ছিলেন অ্যালেন স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হক, চরকির বিজনেস লিড ফয়সাল রহমান।

সিরিজের অবলম্বনে হলেও ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’ কমিকসে রয়েছে ৫টি ভিন্ন ও মৌলিক গল্প। যার মধ্যে ‘স্কন্ধকাটা’ গল্পটি লিখেছেন জাহিদুল হক অপু। শেখ কোরাশানী লিখেছেন ‘ডোম’, ‘মানসাঙ্ক’ ও ‘ফাঁদ’। আর এ দুজনে মিলে লিখেছেন ‘পেঁয়াজু’ গল্পটি। পাঁচ গল্পে ছবি এঁকেছেন মেহেদী হক (ডোম), কাজী মারুফ (স্কন্ধকাটা), জাবির মাহমুদ রাতিন (মানসাঙ্ক), আবদুল্লাহ আল যুনায়েদ (পেঁয়াজু) এবং মেহেরাব সিদ্দিকী সাবিত (ফাঁদ)।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি উচ্ছ্বসিত স্ক্রিনের একটি চরিত্রকে পাঠকদের সঙ্গে পরিচিত করতে পেরে। তিনি বলেন, পাঠকদের জন্য কাজের আনন্দটা এবার অনুভব করছি। আশা করছি পর্দার প্রিয় চরিত্রটি পাঠকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে।

ওটিটিতে অ্যালেন স্বপনের শুরুর যাত্রাও এক ইতিহাস। চরকি অরিজিনাল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ (২০২৩) ছিল দেশের প্রথম স্পিন অব সিরিজ। এখানে অ্যালেন স্বপনকে পাওয়া যায় সম্পূর্ণরূপে। তার আসার আভাস পাওয়া যাচ্ছিল আরও আগে থেকেই। চরকি অরিজিনাল ‘সিন্ডিকেট’ (২০২২) সিরিজে প্রথমবারের মতো দেখা দেন তিনি। অল্প সময়ের উপস্থিতি হলেও চরিত্রটি আলাদা করে ধরা দেয় দর্শকদের কাছে। দর্শকদের সেই চাহিদা থেকেই নির্মিত হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটির নির্মাতা শিহাব শাহীন; চরিত্রটির ভাবনাও তার।

‘ক্রনিকলস অব অ্যালেন স্বপন’ কমিকসের প্রচ্ছদ করেছেন আসিফুর রহমান। সম্পাদনা করেছেন মেহেদী হক ও শেখ কোরাশানী। কমিকটি এম রেটেড অর্থাৎ প্রাপ্ত বয়স্ক পাঠকদের জন্য।

আরটিভি