News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

ঈদের আনন্দ বাড়াবে মোশাররফ করিমের এই সিরিজ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-06, 8:56am

a8005b72-c7ae-49b1-bbff-ce538e76e2bc-46e7b3bf86b1eb5a7153c7e152240b3e1749178596.jpg




অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেল অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নানা হাস্যরসাত্মক কাণ্ড কারখানা নিয়ে পর্দায় হাজির হয়েছেন মোশাররফ করিম।

আব্বাস নামের এক অনাথ ট্রাকচালকের গল্প ‘বোহেমিয়ান ঘোড়া’। যার যাযাবর পেশা কারণে তাকে বাংলাদেশের আটটি ভিন্ন শহরে আটটি আলাদা জীবন গড়ে তোলার সুযোগ দেয়। প্রতিটি শহরে একেকজন স্ত্রী, যারা প্রত্যেকেই মনে করেন, তারাই একমাত্র। প্রতিটি স্ত্রী বাংলাদেশের একেকটি “রঙ” প্রতিনিধিত্ব করে—তাদের আলাদা ব্যক্তিত্ব, পটভূমি ও আদর্শের মাধ্যমে সিরিজটি বহুমাত্রিক, অন্তর্ভুক্তিমূলক এক বর্ণময় কাহিনী হয়ে ওঠেছে।

সিরিজে আব্বাসের জার্নির মধ্যে দিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ দেখানো হয়েছে। তার সাথে সাথে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিও উঠে এসেছে গল্পে- উত্তরের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে দক্ষিণের ব্যস্ত শহর পর্যন্ত।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’ শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রতিচ্ছবি—যেখানে প্রত্যন্ত গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, আর মানুষ দ্বন্দ্বে ভরা জীবনের পথ খুঁজে নেয় হাসি, দৃঢ়তা ও এক গভীর সামাজিক সংবেদনশীলতা দিয়ে।  

হাফ স্টপ ডাউনের কর্ণধার মাহজাবিন রেজা চৌধুরী ও মো: আসাদ্দুজামান সকাল প্রযোজিত ৭ পর্বের এই সিরিজে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার ৮ স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, অশোক বেপারি, পঙ্কজ মজুমদার, সুমন পাটোয়ারি, সায়্যেদা প্রমুখ। এনটিভি।