News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

বিয়ে করছেন কবে? যা জানালেন মাহি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-17, 8:14pm

6cbd94f96526d65623c0089f7692e4707668e837a8c840b5-c4e6c216da67d94f2189be704c2af14b1755440040.jpg




এই সময়ের ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে। তবে ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। সম্প্রতি প্রেমিককে পরিচয় করিয়ে দিয়ে বিয়ের প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

অনেক দিন ধরেই তিনি প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে। ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই।

সম্প্রতি এক সাক্ষাকৎকারে প্রেমিককে প্রকাশ্যে নিয়ে আসার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী। তার কথায়, ‘আমার মনে হয় না যে, ব্যক্তিগত জীবনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আমার ভক্তদের জানার প্রয়োজন আছে। আমি মানুষকে জানাতে চাই, আমার জীবনে একজন আছে- এটা একান্তই নিজের পছন্দ। তবে আমি যতটুকু জানাতে চাই, ঠিক ততটুকুই জানাই, এর বাইরে সবকিছু আমার। আমি স্বচ্ছতা পছন্দ করি। আমার মনে হয়, সম্পর্কের ব্যাপারে যদি খোলামেলা থাকি, অন্য কোনো মানুষ আমাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ পাবে না। যারা বেশিরভাগ সময় আমার চারপাশে ঘুরঘুর করে, সুযোগ নিতে চায় এটা তাদের উদ্দেশ্যে বলছি। তারা জানুক আমারও একজন আছে। সম্পর্কের বিষয়ে খোলামেলা থাকার এটাই একটা প্রধান কারণ।’

বিয়ে কবে করছেন, এমন প্রশ্নে মাহি জানালেন— তার প্রেমিক চাইলেই শুভকাজটা সেরে ফেলবেন।

অভিনেত্রীর কথায়, ‘আশা করছি, আমাদের বিয়েটা হবে। আমার প্রেমিক এখন স্ট্যাবল, যখন সে চাইবে তখন বিয়ে করব। আমরা এরই মধ্যে পরিকল্পনা করেছি, বছর তিনেকের মধ্যে বিয়ে করার। কারণ, সে একটা নতুন ব্যবসা শুরু করেছে, তাই একটু সময় নেয়া দরকার। আসলে সবাই চায় যে তার প্রিয় নারী ভালো থাকুক।’

মাহি ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। বর্তমানে নাটক আর বিজ্ঞাপনেও কাজ করেছেন।