News update
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     

হিজাব পরা ছবি পোস্ট করে কটাক্ষের শিকার প্রভা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-27, 7:29am

1ad6ffb7507856f4d9d370cdeb3ef232e7018e4a81f7dc6a-eed96dd72e848c097bb024ddc85dc3d21756258159.jpg




সাদিয়া জাহান প্রভা এক সময় ছিলেন ছোট পর্দার দ্যুতি ছড়ানো অভিনেত্রী। এখন আর নিয়মিত অভিনয় করছেন না তবে প্রভা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে বিউটিফিকেশনে মনোযোগ দিয়েছেন তিনি।

ফেসবুকে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। প্রায়ই নিজের নানা মুহূর্তগুলো ভাগ করেন ভক্তদের সঙ্গে।

সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন প্রভা। কিন্তু এতে বাজে মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী। সাধারণত তিনি কোনো বাজে মন্তব্যের জবাব না দিলেও এবার একরকম জবাব দিতে বাধ্য হয়েছেন প্রভা।

অনেক বছর আগে প্রেমঘটিত বিষয় নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছিলো অভিনেত্রীকে নিয়ে; তার মধ্যে একটি ইস্যু ছিলো এক ব্যক্তিগত ভিডিও নিয়ে। সে প্রসঙ্গে প্রভার হিজাব পরা সেই ছবিতে একটি নেতিবাচক মন্তব্য করেন মহিউদ্দিন আল কাদেরী নামে এক ফেসবুক ইউজার।

এর জবাবে প্রভা লেখেন, ‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’