News update
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     

মানুষ আওয়ামী লীগকেই এখন রাজাকার মনে করে: উপদেষ্টা ফারুকী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-11, 9:24am

75635cf3b3f5927273c4b88cf4411207747cb2791b513373-4353e0e6ead9712c0fa48ff755c916901757561056.jpg




মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি।

ফারুকী তার পোস্টে লিখেন, ‘রাজাকারের আক্ষরিক অর্থের বাইরে রাজনৈতিক অর্থটা কী? রাজনৈতিক অর্থ হইলো এই যে, রাজাকার সেইসব ব‍্যক্তি যারা নিজের দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের হয়ে কাজ করে। এই সূত্র ধরে আগাইলে এই সময়ে কাদেরকে রাজাকার মনে হয়? জ্বি, যাদের ভাবছেন তারাই।’

কিছুদিন আগে নিজের লেখার তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আমার একটা লেখায় লিখছিলাম মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্বদানকারী দলটা কী করে বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে উঠলো এটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে একটা ইন্টারেস্টিং থিসিসের বিষয় হতে পারে।’

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও লিখেন, ‘স্বাধীনতা বিরোধী শক্তি মানেটা কী? মানে যারা নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্য কারো পায়ের নিচে বিকিয়ে দেয়। এই ১৬ বছরের মতো পরাধীন বাংলাদেশ আর কবে ছিল? ফলে মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে। এই বাস্তবতায় রাজাকার কার্ডের পুরনো ব‍্যবহার যে খারিজ হয়ে গেছে এটা চব্বিশের ১৪ জুলাই সেটেলড হয়ে গেছে।’

১৯৪৭ সালের নায়ক একাত্তরে ভিলেন, আবার একাত্তরের নায়ক চব্বিশের ভিলেন হয়ে যেতে পারে উল্লেখ করে ফারুকী বলেন, ‘কারণ সমসাময়িক বাস্তবতাই নায়ক বা ভিলেন নির্ধারণ করে দেয়। একাত্তরে যার যা ভুমিকা সেটা ওইরকমই থাকবে। কিন্তু একাত্তর দিয়ে চব্বিশ এবং তৎপূর্ববর্তী ১৬ বছরের পাপ ঢাকা যাবে না। একাত্তরের শহীদরা চব্বিশের খুনিকে বাঁচাতে আসবে না।’