News update
  • Prof Yunus Calls for People-Centered Democracy in Bangladesh     |     
  • Record 676 Million Women Exposed to Deadly Conflicts     |     
  • UN Renews Push for Global Elimination of Nuclear Arms     |     
  • Don't leave healthcare to profit-driven actors: Prof Yunus     |     
  • Key issues that Prof Yunus may raise in UNGA speech Friday     |     

রোজাকে বিয়ের পর অভিনন্দন জানিয়েছি: রাফিয়াত রশিদ মিথিলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-26, 12:20pm

rwerewrqweq-fd18d5951f89ad840fd7fc29193095f81758867816.jpg




ডক্টর উপাধি সঙ্গে নিয়ে প্রথমবার টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি থাকবেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় রুম্মান রশীদ খানের সঞ্চালনায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচার হবে পর্বটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন রাফিয়াত রশিদ মিথিলা। পরবর্তীকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে সিজিপিএ ফোরের মধ্যে ফোর পেয়ে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ অর্জন করেন। ২০১৪-২০১৬ শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে মিথিলাই সর্বোচ্চ সিজিপিএ পান। সফলতার সঙ্গে ব্র্যাক ইন্টারন্যাশনালে ১৭ বছর চাকরিও করছেন তিনি।

একাডেমিক ক্যারিয়ারে এত সাফল্যের পরও সামাজিক মাধ্যমে প্রায়ই নানা কারণে বুলিং হতে হয় এই মিথিলাকে। তবে তিনি সমালোচনাকে কিভাবে সামাল দেন, সেই বিষয়ে পডকাস্টে জানিয়েছেন অভিনেত্রী।

এ ছাড়া, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার সংসারের বর্তমান স্ট্যাটাস নিয়েও মিথিলা তার অবস্থান পরিষ্কার করেন। সেইসঙ্গে এই পডকাস্টে ড. মিথিলা তার সন্তানের বাবা তাহসান খানকে নিয়েও এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনও বলেননি।

তিনি বলেন, ‘রোজা আহমেদকে বিয়ের পর আমি যেমন তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’