News update
  • Dhaka’s air recorded ‘unhealthy’ Monday morning     |     
  • CA Urges IFAD to Launch Social Business Fund for Agri Youth     |     
  • OIC Condoles the Passing of Members of the Amiri Diwan     |     
  • Bangladesh’s stock market tumbles at week’s start     |     
  • Police disperse teachers' rally in front of National Press Club      |     

ফেসবুকে রহস্যময় পোস্ট বাপ্পারাজের, উদ্বেগে ভক্তরা!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-13, 6:20am

0efccd331ce5a106af5e2b9ac803a04c79108f10fa9b4ade-5d79a5273680da7b51ffe87b14f4ba931760314836.jpg




সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎই রহস্যময় পোস্ট দিলেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। অভিনেতার হঠাৎ এমন পোস্টের পরই উদ্বেগে ভক্তরা।

রোববার (১২ অক্টোবর) রাতে হঠাৎই বাপ্পারাজ তার ফেসবুকে পেজে মন খারাপের একটি ছবি পোস্ট করেন। ছবিতে অভিনেতার চোখে কালো চশমা। কপালে স্পষ্ট চিন্তার ভাজ। ছবিতে নায়ক বিমর্ষ হয়ে দূরে কোথাও তাকিয়ে রয়েছেন।ছবির ক্যাপশনে বাপ্পারাজ লেখেন,

বিদায়।

এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। উদ্বেগ প্রকাশ করে এক ভক্ত লেখেন, কী হয়েছে নায়ক?

আরেক জন লেখেন, ভাইয়া আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্রাজেডি কিং’ এবং নায়করাজের বড় ছেলে। সো ‘বিদায়’ ক্যাপশন লেখা যতোটা সহজ, তেমনি দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেয়াটা ঠিক ততোটাই কঠিন।

এক ভক্ত মন খারাপ করে অভিনেতাকে প্রশ্ন করে লেখেন, ভাই বিদায় নিয়ে কোথায় যাবেন আমাদের ছেড়ে?

নেটিজেনদের এসব মন্তব্যের অবশ্য কোনো উত্তর দেননি বাপ্পারাজ। নায়কের হঠাৎ এমন পোস্ট তাই ভাবিয়ে তুলেছে নেটিজেনদের।

১৯৮৬ সালে বাবা নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন বাপ্পারাজ। ক্যারিয়ারে বেশি ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করায় দর্শকমহলে ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবে তুমুল জনপ্রিয় হন।

সিনেমায় বেশিরভাগ চরিত্রে তিনি অন্যের জন্য আত্মত্যাগ করেন এমন চরিত্রে বেশি অভিনয় করেছেন। এ কারণে ‘ট্যাজেডি হিরো’ হিসেবেও খ্যাতি রয়েছে বাপ্পারাজের। গুণী এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর’ প্রেম ইত্যাদি।