News update
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     
  • Remittance inflow exceeds $632 million in first six days of Dec     |     
  • 18 migrants die as inflatable boat sinks south of Greek island of Crete     |     
  • TIB for polls manifesto vows to curb misuse of powers and religion     |     
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     

তামান্না ভাটিয়ার ছবি পোস্ট করে নতুন সিনেমার ইঙ্গিত দিলেন অনন্য মামুন!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-31, 9:02am

c5056809d1a4dd80b8cb32b75712b4e68ad8678f8dbf15ed-c1b971cae7e2090fa9039015903215ee1761879755.jpg




ঢালিউড সিনেমার দর্শকদের নতুন চমক দিতে চলেছেন নির্মাতা অনন্য মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড তারকা তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করে সে ইঙ্গিতই দিয়েছেন নির্মাতা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নির্মাতা তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বিশেষ বার্তা দেন। আপলোড করেন কালো পোশাক পরা তামান্না ভাটিয়ার একটি ছবি। ক্যাপশনে লেখেন, তামান্না ভাটিয়া। এত বড় শিল্পী হওয়ার পরেও কোনো অহংকার নেই।

এরপরই নির্মাতা লেখেন, ‘বাংলাদেশে যদি কোন নতুন পরিচালক ছবি বানাতে চায় সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না। কারণ আমাদের এখানে এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেমটা চালু হয়নি।’

ভারতে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি লেখেন, ‘ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা।  আপনি এজেন্সিকে ইমেইল করেন, আপনার প্রজেক্ট প্ল্যানটা বলে দেন, তারা আর্টিস্টের সাথে যোগাযোগ করে আপনার সবকিছু ইজিতেই করে দেবে।

সবশেষে অনন্য মামুন লেখেন,

যাই হোক, প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ। বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায়। এবার সেটা নিয়েই কাজ করবো।

নির্মাতার এমন পোস্টের পরই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নির্মাতার এমন পোস্টে সিনেপ্রেমীদের অনেকেই আশা করছেন, এবার ঢালিউড সিনেমায় দেখা যেতে পারে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকের এ অভিনেত্রীকে।

অন্যদিকে মন্তব্যের ঘরে নির্মাতা অনন্য মামুনের নতুন সিনেমায় বলিউডের হার্টথ্রব নায়িকা তামান্নার বিপরীতে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে দেখার ইচ্ছা প্রকাশ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন শাকিব ভক্তরা।