News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

‘সোলজার’ লুকে জনসম্মুখে শাকিব খান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-08, 6:42pm

0e729d10f606e721c5838cc3bea5f4fd0163358db4f03681-e2bf07541e069a3397b032055dbc97271762605777.jpg




ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি তার প্রকাশ পাওয়া আসন্ন সিনেমা 'সোলজার'র লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবার সেই লুকেই জনসম্মুখে এলেন বাংলার কিং খান।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব। কালো পোশাক এবং আর কালো সানগ্লানে তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়।

এরপর হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন শাকিব খান।

সাকিব ফাহাদ পরিচালিত  ‘সোলজার’সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।  শাকিব-তিশা ছাড়াও এ সিনেমায়  অভিনয়ে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমনকে।

প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন শাকিব। আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমা।