
দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার নতুন পরিচয়ে সামনে এলেন। এর আগে তিনি নিজ কণ্ঠে গান গেয়ে দারুণ সফলতা পেয়েছেন। এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করে নতুন গান 'মন গলবে না' মুক্তি পাচ্ছে।'
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠান 'ফড়িং ফিল্মস'-এর প্রথম গান 'মন গলবে না' মুক্তি পাচ্ছে। কিংবদন্তি গীতিকার কবির বকুল-এর লেখা 'মন গলবে না' গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। গতবারের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
গানটির ভিডিওতে মডেল হয়েছেন ফারিণ ও ইমরান। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠানটি গানের একটি টিজার প্রকাশ করেছে।
ফারিণ নিজেও গানটির প্রচারণায় অংশ নিচ্ছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’
এর আগে ২০২৪ সালের 'ইত্যাদি'তে তাহসানের সঙ্গে 'রঙে রঙে রঙিন হব' গানটি গেয়ে ফারিণের সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়। সেই গানটিও ছিল নেটদুনিয়ায় ভাইরাল।