News update
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     

রাতে ফল খেলে কী হয় জানেন?

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-08-27, 7:31am

a26815546d3e0bcea84ff3a1d6c1ee30b723377a4807386e-b608b20a542aa95e24e30c990ac58ea31756258289.jpg




অনেকেই ভাবে রাতে ফল খাওয়া ঠিক না, কিন্তু আসলে বিষয়টা নির্ভর করে কোন ফল খাচ্ছেন, কতটা খাচ্ছেন এবং কোন সময়ে খাচ্ছেন তার ওপর।

দেখে নিন রাতে ফল খাওয়ার উপকারিতা-

১. সহজে হজম হয় – অনেক ফলেই পানি ও ফাইবার থাকে, যা হজমে সহায়ক।

২. ঘুম ভালো হতে পারে – কলা, কিউই, চেরির মতো ফলে মেলাটোনিন ও ট্রিপটোফ্যান থাকে যা ঘুমে সহায়তা করে।

৩. ক্যালোরি কম – রাতের ভারী খাবারের বদলে ফল খেলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৪. শরীর হাইড্রেট থাকে – তরমুজ, কমলার মতো ফলে পানির পরিমাণ বেশি থাকে।

৫. ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট মেলে – রাতে শরীর রিকভারি করে, ফলে ভিটামিন-মিনারেল কাজে লাগে।

দেখে নিন রাতে ফল খাওয়ার সতর্কতা-

১. অতিরিক্ত মিষ্টি ফল (আম, আঙ্গুর, কাঁঠাল, লিচু ইত্যাদি) রাতে বেশি খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে।

২. হজমে সমস্যা – খালি পেটে বা অনেক দেরি করে শোওয়ার ঠিক আগে খেলে গ্যাস/অম্বল হতে পারে।

৩. ডায়াবেটিস রোগীরা রাতে ফল খেতে চাইলে অল্প পরিমাণে ও কম মিষ্টি ফল (যেমন পেয়ারা, আপেল, পেঁপে, জাম, কমলা) বেছে নিন।

৪. ঠান্ডাজনিত ফল (ডাবের পানি, তরমুজ, শসা ইত্যাদি) অনেকের ক্ষেত্রে রাতে খেলে সর্দি বা কাশি বাড়াতে পারে।