News update
  • BNP rejects Consensus Commission’s call for pre-poll referendum     |     
  • At Least 64 Killed in Deadly Rio Drug Gang Raids     |     
  • Israel Strikes Gaza After Hamas Attack on Troops     |     
  • Chuadanga farmers count billions in climate change-induced losses      |     
  • Logi-boitha of 2006 was the 1st reflection of Hasina’s fascism: Rizvi     |     

কর্মস্থলে যোগ দিলেন ঢামেক চিকিৎসকরা

গ্রীণওয়াচ ডেস্ক হাসপাতাল 2024-09-03, 12:47pm

454wewrwr-15b994abd715d158d348dc27b5278ec61725346028.jpg




ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের মারধরের প্রতিবাদে সারা দেশে ডাকা কর্মবিরতি শিথিল করে বহির্বিভাগে চিকিৎসা দিতে শুরু করেছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেলে সকাল ১০টা থেকে চিকিৎসকরা বহির্বিভাগ তাদের কর্মস্থলে যোগ দেন। তবে এর আগে থেকেই সেখানে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য রোগীকে।

চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও ইনডোরে। তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে অনড় তারা।

এর আগে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার দুপুরে দেশের সব চিকিৎসক কর্মবিরতির ঘোষণা দেন। এরপর থেকে দেশের সকল হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। সময় সংবাদ