News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     
  • Bangladesh Bank to liquidate 9 NBFIs in financial sector reforms     |     

সারাদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-01-24, 1:18pm

panchagarh-5f95d480a8bf6656b46be76962f6fe191672218469-131298ae80cae0a0de39ebf603d7a0b81674554940.jpg

Temperature has started rising across Bangladesh.



সারাদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কমছে কুয়াশা ও হিমেল হাওয়া। তবে কোথাও কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

ঘন কুয়াশা ও হিমেল হাওয়া কিছুটা কমলেও তীব্র শীতে কোনো কোনো জেলায় বেড়েছে জনদুর্ভোগ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে এ জেলায় কমেনি শীতের তীব্রতা। গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি। জেলার হাসপতালগুলোয় নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। ঘন কুয়াশায় রবি ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক।

ঠাকুরগাঁওয়ে বেড়েছে তাপমাত্রা। শীতের তীব্রতা কিছুটা কমেছে। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতে দুর্ভোগ কমেনি অসহায় ও ছিন্নমূল মানুষের।

এ ছাড়াও মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। ভোরে কনকনে ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কাজে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিক ও নিম্ন-আয়ের মানুষদের। তথ্য সূত্র আরটিভি নিউজ।