News update
  • El Niño planet-warming weather phase has begun     |     
  • World warming at record 0.2C per decade, scientists warn     |     
  • Putin, Saudi crown prince discuss trade, economic ties: Kremlin     |     
  • India–EU for connectivity projects in NE, BD, Nepal & Bhutan     |     
  • Mango business gains momentum in Rajshahi     |     

বাঘের গর্জনে আতঙ্কিত এলাকাবাসী

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-01-30, 12:03pm

resize-350x230x0x0-image-209642-1675051858-9f1050f400cd5a0c8cd1a0224e116d7d1675058616.jpg




পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন সংলগ্ন মোরেলগঞ্জের পশ্চিম আমুরবুনিয়া গ্রাম সংলগ্ন সুধীরের সিলা এলাকায় বাঘের গর্জন শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধারার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে ওই গর্জন শোনা যায়।

মোহাম্মদ শাহজাহান জানান, বাঘ যাতে গ্রামে প্রবেশ করতে না পারে, সেই জন্য বন সুরক্ষায় নিয়োজিত বিটিআরটিটিমের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে নিয়ে মাইকিং ও পাহারা দেওয়া হচ্ছে। বন এবং পশ্চিম আমুরবুনিয়া গ্রামে মধ্যে শুধু একটা খাল (যা মরা ভোলা নদী নামে পরিচিত)। এই খাল পার হয়ে বাঘ যাতে গ্রামে ঢুকতে না পারে, সে ব্যাপারে সতর্ক থেকে পাহারা দেওয়া হচ্ছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, বাঘ পশ্চিম আমুরবুনিয়া গ্রাম সংলগ্ন খালের পাড়ে গর্জন দিয়েছে। পুলিশ বাহিনীও সতর্ক আছে। প্রয়োজনে পুলিশ সদস্যরাও বিটিআরটিটিম ও বন বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

উল্লেখ্য, শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের আমুরবুনিয়ার সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় অনুকুল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমণের শিকার হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।