News update
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     

চট্টগ্রামের সব অক্সিজেন প্ল্যান্ট বন্ধের ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-03-17, 8:55pm

resize-350x230x0x0-image-216246-1679062390-9c7d350c627b27a1cbb65454852889511679064913.jpg




গ্রেপ্তাররের পর কোমরে রশি বেঁধে সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে আদালতে হাজির ও ‘লাঞ্ছনার’ প্রতিবাদে চট্টগ্রামের সকল অক্সিজেন প্ল্যান্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি মোহাম্মদ আবু তাহের।

তিনি বলেন, চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ সীমা অক্সিজেন লিমিটেড-এর পরিচালক পারভেজ উদ্দিনের মতো শীর্ষ ব্যবসায়ীকে কোমরে রশি দিয়ে লাঞ্ছিত করার ঘটনা দেশের ব্যবসায়ী সমাজের জন্য অপমানজনক। এ ঘটনায় ব্যবসায়ী সমাজ ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার থেকে চট্টগ্রামের সকল অক্সিজেন প্ল্যান্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ঘটনাটির সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও পারভেজ উদ্দিন সান্টুর মুক্তির দাবিতে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়েছে। একই সঙ্গে দাবি মেনে নেয়া না হলে পরবর্তীতে সব শিপইয়ার্ড বন্ধের হুঁশিয়ারি দেন বিএসবিএ সভাপতি।

উল্লেখ্য, ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল কেশবপুর গ্রামে অবস্থিত সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত এবং আরও অন্তত ২৫ জন আহত হন। এই দুর্ঘটনার পর নিহত এক ব্যক্তির স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মালিকপক্ষের গাফিলতি, কর্তব্যে অবহেলার অভিযোগে মামলা করেন। মামলায় সীমা গ্রুপের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।

এ মামলায় মঙ্গলবার সন্ধ্যায় শিল্প পুলিশ চট্টগ্রামের জিইসি এলাকায় অভিযান চালিয়ে পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেফতার করে। পরদিন বুধবার কোমরে দড়ি বেঁধে তাকে আদালতে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে শোকজসহ সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।