Three cows dies in Patuakhali lightning strike on Wednesday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার রাজা মিয়ার তিনিটি গরু বজ্রপাতে মারা গেছে। মঙ্গলবার রাত অনুমানিক আড়াই টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের উত্তর মাছুয়াখালী গ্রামে হঠাৎ বজ্রপাতে গরু তিনটি মারা যায়। গরুর অনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানা গেছে।
কৃষক রাজা মিয়া জানান, গরু তিনটি বাড়ির পাশে মাঠে বাঁধা ছিল। হঠাৎ বজ্রপাতে মঙ্গলবার গভীর রাতে গরু তিনটি মারা যায়। তিনটি গরু হারিয়ে কৃষক রাজা মিয়া দিশেহারা হয়ে পড়েছেন।
চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুব আলম বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'বজ্রপাতে আমার এলাকার কৃষক রাজা মিয়ার তিনটি গরু মারা গেছে। তিনি অনেক কষ্টে গরুগুলো লালন পালন করছেন।’ - গোফরান পলাশ