Fisherman who fell from trawler is missing in the Bay of Bengal.
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার থেকে পড়ে মোঃ হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকায় হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে উঠলে ডেউয়ের তোড়ে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে পড়ে ডুবে যায়। ঘটনার পরপরই দূর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো: বেল্লাল হোসেন কাজী ঘটনাস্থলে চার-পাঁচটি অতিরিক্ত ট্রলার পাঠিয়ে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।
জানা যায়, গত ৫ দিন আগে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্য বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা। এখনও খোঁজ মেলেনি নিখোঁজ জেলের।
মহিপুর থানার ওসি (তদন্ত) আসলাম খান জানান, আমরা একজন জেলে নিখোঁজ হওয়া সম্পর্কে জেনেছি, থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। নৌ-পুলিশের সহায়তায় পরবর্তী ব্যবস্থা নিবো। - গোফরান পলাশ