News update
  • US Restructuring Plan May Include World Bank, IMF & UN Agencies     |     
  • AL-BNP clash leaves over 50 injured in Habiganj     |     
  • Bangladeshi youth injured in BSF firing along Akhaura border     |     
  • UN food agency says its food stocks in Gaza run out     |     
  • Pahalgam Attack: India, Pakistan Exchange Fire at LoC     |     

পৃথিবীর জনসংখ্যা এখন ৮০৯ কোটি 

গ্রীণওয়াচ ডেস্ক error 2025-01-01, 10:18am

retertewtw-55b8d16c329ee386ef6bcb1ffbcce0d41735705111.jpg




পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছেছে ২০২৪ সাল শেষে। বিদায়ী বছরে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে বিশ্বে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো এ তথ্য জানিয়েছে। খবর এপির।

মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বনবহুল দেশ ছিল ভারত। দেশটিতে জনসংখ্যা বর্তমানে ১৪১ কোটি। এরপরই রয়েছে চীন।

এছাড়াও বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী নাগরিক হবেন যুক্তরাষ্ট্রের।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল। বিশ্বে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছে ওই বছর।