News update
  • Experts see Tarique's political future on optimistic note     |     
  • UN Chief Urges Leaders to Curb Warming, Protect Planet     |     
  • Tk 3.38cr Project to Restore Sonadia’s Biodiversity     |     
  • Global Emissions Fall Slowly, Experts Urge Renewables Push     |     
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     

কলাপাড়ায় বিষধর কালনাগিনী সাপ উদ্ধার

জীববৈচিত্র 2022-09-21, 11:30pm

Kalnagini snake rescued in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় একটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। এটির দৈর্ঘ্য দেড় ফুট। বুধবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে এ প্রানীটিকে উপজেলা প্রানি কল্যান উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা প্রদানের জন্য নিয়ে যাওয়া হয়। লাল কালো ফোটা ফোটা বর্নের সাপটি ওই গ্রামের আল মনজির নামের এক ব্যক্তির বসতবাড়ির নেট জালে আটকা পরে। 

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এ সাপ সচারচার দেখা যায়না। এ প্রানিটির প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে বন্যপ্রানী অভয়ারন্য ফাতরার বনে অবমুক্ত করা হবে। - গোফরান পলাশ