News update
  • Stock Market falls 150 points; Is Indo-Pak tension to blame     |     
  • Pakistan claims it has shot down five Indian fighter jets and a drone     |     
  • India says its strikes are of non-escalatory nature: BBC summary      |     
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     
  • Indian Airstrikes Kill 8 in Pakistan, Mosques Hit     |     

ঝিনাইদহে মাঠে মাঠে শুভ্রতার খেলা

ঝিনাইদহ প্রতিনিধি error 2023-02-26, 9:24am

jhenidah-photo-001-6dd58b4ac11a1faa9c341483000de4861677381862.jpg




ঝিনাইদহের বিভিন্ন উপজেলার মাঠে মাঠে চলছে বোরো ধানের আবাদ। জমিতে চাষ, সেচ আর ধানের চারা রোপনে ব্যস্ত কৃষকেরা। কৃষকের এই ব্যস্ততার সাথে খাবার সংগ্রহে মেতে উঠেছে বাংলার অতি পরিচিত পাখি সাদা বক। এ যেন কৃষকের সাথে বকের মিতালী।

সরেজমিনে ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামসহ বিভিন্ন উপজেলার মাঠে দেখা যায়, প্রকৃতিতে শুভ্রতা ছড়ানো সাদা বক দলবেঁধে সংগ্রহ করছে খাবার। জমি চাষের সময় কৃষকের পিছু পিছু উড়ছে আর খাচ্ছে কেঁচোসহ মাটির বিভিন্ন পোকা-মাকড় । উড়ে চলছে দলবেধে। কখনও দিগন্তবিস্তৃত মাঠের সৌন্দর্য বাড়িয়ে তুলছে সাদা বকের দল। এ যেন কৃষকের সাথে বকের মিতালী।  

প্রকৃতি প্রেমিক জহির রায়হান জানান, প্রতিবছর শীতের শেষে জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বেরো ধান রোপনের সময় সাদা বক’র সংখ্যা বেশি দেখা যায়। লাঙ্গল বা কলের লাঙ্গল দিয়ে চাষাবাদ বা জমিতে পানিতে দেওয়ার সময় বক পাখি দল বেধে খাবার সংগ্রহ করে।

তেঁতুলতলা বাজারের কৃষক উল্ফা মোল্লা জানান, বক প্রকৃতির বন্ধু। আমরা ওদের কোন ক্ষতি করিনা। তাই নিশ্চিন্তে ওরা আমাদের আশে-পাশেই থাকে। সকাল থেকে সন্ধ্যো অবধি খাবার সংগ্রহ করে। আবার বিকেলের পর কোথায় যেন হারিয়ে যায় । আমাদের ভালোই লাগে।

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম জানান, কৃষকের আগে পিছে উড়ে বেরায়। সাদাবকের এই মিতালী যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তেমনি উপকার করছে কৃষকদেরও। ধানের জন্য ক্ষতিকারক পোকামাকড় খেয়ে উৎপাদনেও ভূমিকা রাখছে। সেই সাথে বাড়াচ্ছে সৌন্দর্য।

তিনি আরো জানান, কৃষি ও প্রকৃতির বন্ধু বক পাখি রক্ষায় সকলকে কাজ করার আহবান জানান তিনি । শত শত বক পাখির পাশাপাশি দেখা মিলছে ফিঙে, শালিকসহ নানা প্রজাতির পাখি।