News update
  • Guterres Seeks Probe Into Gaza Journalist Killings, Hunger Deaths     |     
  • India Restricts Key Jute Imports via Land Borders     |     
  • Rahul, Priyanka Detained in March to ECI Over ‘Vote Fraud’     |     
  • Five Taxpayer Groups Freed from Online Filing Obligation     |     
  • Malaysia Rolls Out Red Carpet for Prof Yunus      |     

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বন্যহাতির পা বিচ্ছিন্ন

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-08-12, 6:56am

img_20250812_065534-68a1b204ed33107ac51f680beab51b511754960218.jpg




বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে বনবিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম জানান, খাবারের সন্ধানে হাতিটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় পুঁতে রাখা স্থলমাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় হাতিটি আতঙ্কে পুনরায় মিয়ানমার সীমান্তে ফিরে যায়। পরে আবারও বাংলাদেশে প্রবেশ করলে চাকঢালার চেরার মাঠের ঐট্টাইল্যাঝিরি এলাকায় রাখা হয়।

তিনি জানান, হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। এটি মিয়ানমারের হাতি নাকি বাংলাদেশের, তা নিশ্চিত নয়। কারণ বাংলাদেশের অনেক বন্যহাতি খাবারের সন্ধানে মিয়ানমারে যায় এবং আবার সন্ধ্যায় ফিরে আসে। 

এ বিষয়ে জানতে বনবিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার বলেন, আহত হাতিটির ডান পায়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। আরটিভি