News update
  • Guterres tells UNSC two-State option near point of no return     |     
  • 14-year-old Suryavanshi smashes record-breaking T20 century     |     
  • If the US Nuclear Umbrella Collapses, Will it Trigger a Euro-Bomb?     |     
  • Israeli restrictions on UN bodies in Gaza highlighted at ICJ     |     
  • Lightning strikes kill 11 in six Bangladesh districts     |     

মমতার বক্তব্য স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী - মুহাম্মদ আমনুল ইসলাম

Border 2024-12-02, 11:44pm

islami-sramik-andolan-executive-meeting-held-at-its-central-office-on-monday-faddb5f14bf5aa647e44659e80b212281733161466.jpg

Islami Sramik Andolan executive meeting held at its central office on Monday.



বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, তা বাংলাদেশেরস্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ইসলামী শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের জন্যে মমতা ব্যানার্জীর প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ ইসলামী শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন  সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান, মুফতী মোস্তফা কামাল, এইচ এম রফিকুল ইসলাম, হাফেজ ওমর ফারুক,  মোহাম্মদ শাহাদাত হোসেন, শাহ জামাল উদ্দিন, অধ্যাপক আব্দুল করীম,এইচ এম সাইফুল ইসলাম। এছাড়াও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ এবং আমরা মনে করি, এই বক্তব্যের মধ্যদিয়ে ভারতীয় নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে।

মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, মমতার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না। কারণ, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিবাদমুক্ত করেছে। এ দেশের মানুষ যেকোনো মূল্যে এ ধরনের চক্রান্তকে রুখে দেবে। মমতা ব্যানার্জীর বক্তব্য ও উগ্রবাদী হিন্দুদের বক্তব্যর মধ্যে কোন তফাৎ নেই। অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ক্ষা চাইতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি