News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

ঝিনাইদহে মানষিক প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রমী পিকনিক

ঝিনাইদহ প্রতিনিধি Health 2023-03-04, 10:15pm

4-a87ff679a2f3e71d9181a67b7542122c1677946540.jpg




ডাবুল, দেলোয়ার, বিল্লাল আর হামজা সহ বোনভোজনে যোগ দিয়েছিল প্রায় অর্ধশত ভারসাম্যহীন প্রতিবন্ধি। ওরা বর্তমান সমাজের অবহেলিত মানুষ। অনেকে নিজ পরিবারের কাছেও যেন অবহেলার পাত্র। আর বিনোদন তো দুরের কথা, ঠিকমতো তিন বেলা খাবারও জোটেনা তাদের। সেই তাদেরকে নিয়েই  বার্ষিক বনভোজনের আয়োজন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।

শনিবার সকাল থেকে বিকলে পর্যন্ত তিনি ওই সকল প্রতিবন্ধীদের ঝিনাইদহ ড্রিম ভ্যালি পিকনিক স্পটে নিয়ে করেছেন বার্ষিক বনভোজন ২০২৩। দিনভর তাদের নিয়ে আনন্দ উল্লাস ও দুপুরের খাবারের পর তাদেও চড়ালেন স্পট ট্রেন রাইডসে। এরপর শেষে ওই অর্ধশত মানষিক প্রতিবন্ধীদের

নতুন লুঙ্গি ও কম্বল উপহার প্রদান করা হয়।

প্রতিবন্ধী ডাবুল মিয়া জানান, এ এক বিরল সম্মান । আমরা সবাই কালীগঞ্জ পৌরসাভার বাসিন্দা ।

প্রতিবন্ধী বিল্লাল হেসেন বলেন, এক বেলা ঠিকমতো ক্ষেতেই পাইনে সেখানে আবার পিকনিক । আমরা খুব খুশি এমন আয়োজন পেয়ে। আমাদের মতো মাুনষেরা যেভাবে সম্মানিত  হলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না।

প্রতিবন্ধীদের সাথে উল্লাসে মেতে উঠা পৌর মেয়র আশরাফ জানান, মানষিক প্রতিবন্ধী মানুষরা সমাজে অবহেলিত নয়। তারাও রক্তে মাংসে গড়া মানুষ। তাদেরও স্বাদ আল্লাদ বলে কিছু আছে। কিন্তু আমরা অনেকেই তাদের সেই চাহিদা বিনোদন থেকে বঞ্চিত রাখি।

তিনি বলেন, চলার পথে কোন একদিন দেখেছিলেন একটি পিকনিকের গাড়ী থেকে দুইজন প্রতিবন্ধিকে নামিয়ে দেওয়া হয়েছিল।  তাদের সেই করুন দৃশ্যটি দেখে মনে দাগ কেটেছিল। তখনই মনে মনে পন করেছিলেন সমাজের অবহেলিত মানষিক প্রতিবন্ধীদের নিয়ে একদিন বার্ষিক বনভোজনে যাবেন। তার সেই পন পূরন করতেই আজ তিনি দুইটি বাসে করে প্রতিবন্ধিদের নিয়ে বনভোজরে আয়োজন।

তিনি আরো জানান, অন্যান্য আর ১০ জনের মতই ছিল এই বনভোজনটি। স্পটের আকর্ষনীয় মাইকেল মধুসুদন মঞ্চটি তাদের জন্য বরাদ্ধ নেওয়া হয়েছিল। তাদের খাবারের তালিকায় ছিল সকালের নাস্তা ও দুপুরের খাবার মেনুতে ছিল ভাত, সবজি, মাংস, দই, কোকাকোলা সহ মিনারেল পানির ব্যবস্থা। খাবার শেষে ওইসব প্রতিবন্ধীদের ট্রেন রাইডসে চড়ানো হয়।

মেয়র জানান, প্রতিবন্ধীদের ম্যানেজমেন্ট করার জন্য স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনারের পিএ আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও তার বন্ধুবান্ধব সহ কালীগঞ্জের গনমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন। আগামী বছরে আবারো তাদের নিয়ে নতুন কোন স্থানে বনভোজন করবেন বলে জানান ওই মেয়র।