Blankets being distributed among disabled people in Kalapara on Thursday.
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক প্রতিবন্ধী ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বেসরকারী উন্নয়ন সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ইউএনও পত্নী সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম মোকছেদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা আক্তার, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি ফরিদ উদ্দিন বিপু প্রমূখ। - গোফরান পলাশ