News update
  • ৬৪ লাখ টাকা খরচ করেও স্বপ্নই রয়ে গেল ইতালি     |     
  • Stock Market falls 150 points; Is Indo-Pak tension to blame     |     
  • Pakistan claims it has shot down five Indian fighter jets and a drone     |     
  • India says its strikes are of non-escalatory nature: BBC summary      |     
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     

ব্রয়লার মুরগীর বাচ্চা বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, সরকার নির্ধারিত মূল্য ৫২ টাকা

Livestock 2024-02-19, 3:42pm

poultry-birds-6e1c17637e28f22854d0496497fa416e1708335762.jpg

Poultry birds



বাংলাদেশের সর্বত্র এখন একদিনের ব্রয়লার মুরগীর বাচ্চা বিক্রি হচ্ছে ৭০/৭৫ টাকা অথচ সরকার নির্ধারণ করেছিল অনূর্ধ্ব ৫২ টাকা । আমরা প্রান্তিক খামারিরা দীর্ঘদিন যাবত এই অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন সংরাম ও সেমিনার সিম্পজিয়ামের মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করায়ে আসছি কিন্তু কাজের কাজ তেমন কিছুই হচ্ছেনা । বাচ্চা ও খাদ্যের অস্বাভাবিক দামের কারনে বাজারে ব্রয়লার মুরগীর দাম অস্বাভাবিক হয়ে গেলে ভোক্তা পর্যায়ে এর প্রতিক্রিয়া অবশ্যই পরবে । আমরা মনে করি এখনই এর একটি বিহিত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সঠিক পদক্ষেপ নেয়া প্রয়োজন । সরকার যদি মনে করে তাহলে আমরা সাথে থেকে সঠিক দিক নির্দেশনা দিতে সক্ষম ।

মিজান বাশার, সভাপতি, কাজী মোস্তফা কামাল, মহাসচিব, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামারি ঐক্য পরিষদ গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে একথা - প্রেস বিজ্ঞপ্তি

বলেন।মোবাইল ০১৭৫১৯৪৪৮৫৩, ০১৭১২৮৭৯৯৮১