News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

কলাপাড়ায় ৪৮ টি সুগন্ধি কচ্ছপ উদ্ধার

Nation 2022-11-26, 10:07pm

48 flavoured turtles of rare species recovered in Kolapara on Saturday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির ৪৮টি সুগন্ধি কচ্ছপ উদ্ধার করেছে এনিমেল লাভারস সদস্যরা । শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া বিআরটিসি বাস ষ্ট্যান্ডে বিআরটিসি বাস থেকে কচ্ছপ গুলো উদ্ধার করা হয় । পরে দুপুর ১২ টার দিকে পটুয়াখালী রিসোর্স সেন্টার সংলগ্ন বহালগাছিয়া খালে এ গুলো অবমুক্ত করা হয়।

এনিমেল লাভারস কলাপাড়া টিমের সদস্য বায়েজীদ মুন্সি জানান, কুয়াকাটা-পাবনা গামী বিআরটিসি থেকে এ কচ্ছপ গুলো উদ্ধার করা হয়। তবে কচ্ছপ গুলো বিআরটিসি বাসে কে বা কারা নিয়ে আসছে এমন কাউকে সনাক্ত করা যায়নি।

এনিমেল লাভারস কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, আগে বেনাপোল গামী বাসে কচ্ছপ পাচার করা হতো। এ বাসে চেক দেয়ায় তারা এখন অন্য বাসে নিয়ে যাচ্ছে । তবে গোপন সংবাদের ভিত্তিতে এ গুলো আটক করা হয় বলে তিনি উদ্ধার করেন।

বন-বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবদুল্ল্হা আল মামুন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রানী সংরক্ষন দরকার। সে অর্থে এনিমেল লাভারস সদস্যদের বন্যপ্রানী সংরক্ষনে প্রশিক্ষন দেয়া হয়েছে । -  গোফরান পলাশ