News update
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     

সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

গ্রীণওয়াচ ডেস্ক Nation 2024-08-04, 7:11pm

b4b1527586d81f09c8ab6605b2d0e57d0a13c03f863ba5c5-0d4ff413036386ff30fb61b6ec8f17101722777117.jpg




সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) এক দফা দাবিতে আন্দোলনরতরা তাদের পিটিয়ে হত্যা করেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে।

একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়েছে।

এছাড়া সোম, মঙ্গল ও বুধবার (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সময় সংবাদ।