News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

পলিথিন, বায়ুদূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য

সারা দেশে পরিবেশ সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান

পরিবেশ 2025-01-27, 10:35pm

court-gravel-c98984e3fa9adfbbdcb832382e65fc4a1737995744.jpg

Court gravel



ঢাকা, ২৭ জানুয়ারি: আজ নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ভোলা, লহ্মীপুর, রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, নেত্রকোনা, কক্সবাজার, ফেনী এবং ঢাকার গুলশান ও ভাটারা এলাকায় পরিবেশ অধিদপ্তর ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সকল অভিযানে ১৬টি মামলার মাধ্যমে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ১ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পাশাপাশি গুলশান কাঁচাবাজার ও বারিধারা নতুন বাজার-সহ বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও বসিলা এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলার মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

লহ্মীপুর জেলায় শব্দ দূষণবিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১টি যানবাহনের চালককে ২০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি যানবাহনের চালকদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর সারা দেশে পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। -  - তথ্যবিবরণী