Dacoity case filed in Kalapara allegedly to face rival.
পটুয়াখালী: সটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে একটি পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে ডাকাতির নাটক সাজিয়ে মামলা করা হয়েছে বলে সংবাদ সন্মেলন করেছেন গ্রামবাসী। রবিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সন্মেলন করা হয়।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে খুকুমনি বলেন, 'আমিরাবাদ গ্রামের নিখিল কর্মকারের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত মামলা ছিল। যার রায় তাদের পক্ষে রয়েছে। এরপরেও নিখিল কর্মকার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদ থেকে এবং গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদ থেকে মিথ্যা তথ্য দিয়ে জমি-জমা আত্মসাতের উদ্দেশ্য ওয়ারিশ সার্টিফিকেট উত্তোলন করেন। যা পরবর্তী ধরা পড়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যানদ্বয় নিখিল কর্মকারের বিরুদ্ধে পৃথক দু'টি জি.ডি দায়ের করেন থানায়।
এছাড়াও তাদের জমি-জমা আত্মসাতের উদ্দেশ্যে বিভিন্ন সময় মিথ্যা মামলা দায়ের করেন, যা পুলিশের তদন্তে মিথ্যা প্রমানিত হয় বলে খুকুমনি ওই সংবাদ সন্মেলনে উল্লেখ করেন।'
এদিকে গত ২২ আগষ্ট রাতে নিখিল কর্মকারের বাড়ীতে এক ডাকাতির ঘটনায় খুকু মনির ছেলে দুর্জয় হাওলাদারকে আসামী করা হয়েছে। পুলিশ দুর্জয়কে ঘটনার দিন সকালে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে। সে কলাপাড়া উপজেলার মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে সে জেলহাজতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন
এ ঘটনায় তার স্বামীর ব্যবসা বানিজ্য বন্ধ থাকায় তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে বলে তিনি ওই সংবাদ সন্মেলনে উল্লেখ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত নিখিল কর্মকারের বক্তব্য নিতে তার মুঠো ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি। - গোফরান পলাশ