News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার জরুরী - এড. মহসিন রশিদ

সভাপতি, বাংলাদেশ মুসলিম লীগ

রাজনীতি 2025-09-21, 11:35pm

adv-e2cca0396e827da5e2c6c927af29e9781758476123.jpg

Adv. Mohsin Rashid, President, Bangladesh Muslim League



বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন, নির্বাচন নিয়ে ক্রমশঃ জনগণের মধ্যে সংশয়-সন্দেহ ঘনীভূত হচ্ছে। তাই অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্বাচন যথাসময়ে সুসম্পন্নকরণে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন। রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ও শৃঙ্খলার জন্য নির্বাচিত সরকার এই মূহুর্তে সবচেয়ে জরুরী বিষয়। পিআর পদ্ধতির নির্বাচন ও জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য ও দূরত্ব সৃষ্টির সুযোগে পতিত ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থানের সুযোগ তৈরি হচ্ছে কিনা তাও ভাবনার বিষয়। ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ মুসলিম লীগ চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। দলের মহানগর শাখার সভাপতি মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী আবুল খায়ের। সভায় বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্তের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ৯ সংসদীয় আসেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু এবং কক্সবাজার সদর আসনে দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফয়সাল চৌধুরীকে হারিকেন প্রতীকে দলের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়।

আরো বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফয়সাল চৌধুরী, অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ মাকসুদুর রহমান, উত্তর জেলা শাখার সভাপতি লায়ন সিএসকে সিদ্দিকী, দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গোলাম ফারুক, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানী, মুসলিম লীগ চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি এসএম সিরাজ-উ-দ্দৌলাহ্, সহ-সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আনিসুর রহমান আমান, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম রসুল, মাস্টার কুতুব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন এসএম আবু তালেব, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও শাহেনা বেগম পান্না।  - প্রেস বিজ্ঞপ্তি