News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

গুম, নির্যাতন, গ্ৰেফতার স্মরণ করে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে - আইওজে

Politics 2023-05-03, 11:05pm

islami-oikya-jote-ioj-62f40559b6265b5d6864ef93d4a07b0e1683134229.png

Islami Oikya Jote - IOJ



বিগত এক যুগেরও অধিক সময় ধরে আওয়ামী লীগ সরকার কর্তৃক গুম, নির্যাতন,গ্ৰেফতার ও কারাবন্দী হবার কথা স্মরণ করে সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ। তারা এক বিবৃতিতে বলেছেন, হেফাজতে ইসলামের ন্যায্য দাবির বিপরীতে  আওয়ামী সরকার কর্তৃক শাপলা চত্বরে নির্যাতন, এবং ভারতের মুসলমানদের উপর উগ্ৰ সাম্প্রদায়িক মৌলবাদী নরেন্দ্র মোদী সরকারের সীমাহীন, নির্যাতন ও গ্ৰেফতারের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরোধীতা করায় ভারতের তাঁবেদার আওয়ামী লীগ সরকার অসংখ্য আলেম-ওলামা ছাত্র-জনতাকে নির্যাতন গ্ৰেফতার ও কারাবন্দী করেছে। তাই এই সরকারের পতন ঘটানো ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য সকলকে সম্মিলিত, যুগপৎ ও ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিবৃতি দিয়েছেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব এডভোকেট, মহাসচিব মাওলানা আব্দুল করিম,ভাইস চেয়ারম্যান বৃন্দ: বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, মাষ্টার শাহ্ আলম,অধ্যাপক মাওলানা ইলিয়াস মাহমুদ, ইঞ্জিনিয়ার শামসুল হক, সিদ্দিকুর রহমান বিকম, সৈয়দ মুহাম্মদ আহসান, মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার , কেন্দ্রীয় নেতা মাওলানা শেখ মুহাম্মদ ইসমাইল , মাওলানা আ,ন,ম,রহীমুল্লাহ, মাওলানা ইলিয়াস আতহারী, ইলিয়াস রেজা, মাওলানা আনোয়ার হোসাইন আনসারী প্রমূখ।

বার্তাপ্রেরক, মাওলানা আনোয়ার হোসাইন আনসারী, প্রচার সম্পাদক, ইসলামী ঐক্যজোট ০১৯১৬-৭৬০৮৮৪