Ripon and Akash, president and secretary of Mohipur Press Club.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শেষ বিকালে প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও দৈনিক রুপান্তর পত্রিকার কলাপাড়া প্রতিনিধি জাহিদুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশন কলাপাড়া প্রতিনিধি হাফিজুর রহমান আকাশ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি মো. ওহাব হাওলাদার ( ভোরের আলো), সহ-সভাপতি রাসেল কবির মুরাদ (সাগরকুল) ,সহ-সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান ( বাংলাদেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক সৌমিএ সুমন ( দৈনিক নবচেতনা), প্রচার ও দপ্তর সম্পাদক হাবিবুর রহমান মাসুদ (দৈনিক সকাল), অর্থ সম্পাদক পলাশ সরকার (দৈনিক দক্ষিনাঞ্চল),
কার্যনিবাহী সম্পাদক হাব্বিবুল্লাহ খান রাব্বি , মো.আফতাব ও মনিরুজ্জামান মনির। - গোফরান পলাশ