News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

ঢাকাকে বাসযোগ্য করতে জলাশয়, সবুজকে বাঁচানোর বিকল্প নেই - রিজওয়ানা

Water 2025-02-02, 9:53pm

syeda-rizwana-hasan-53b479a601c1b206e1a9eb27c8c813901738511639.jpg

Syeda Rizwana Hasan,



ঢাকা, ২ ফেব্রুয়ারি: পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে বাসযোগ্য করতে হলে ঢাকার জলাশয় বাঁচানো এবং সবুজকে বাঁচানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জলাশয় না বাঁচলে ঢাকাকে বাঁচানো যাবে না। সত্যিকার অর্থেই ঢাকার খালগুলোকে দূষণমুক্ত করা গেলে এগুলো বাফার জোন হিসেবে কাজ করবে।

আজ বিশ্ব জলাভূমি দিবসকে উপলক্ষ্য করে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘রি-ওয়েট ঢাকা’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন ।

উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমরা ঢাকা শহরের ১৯টি খালকে দখল-দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছি। দুঃখজনক বিষয় হলো, ৫৩ বছরেও এই শহরে কার্যকর স্যুয়ারেজ ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। খালগুলো মারাত্মকভাবে দূষিত হয়েছে।

মরে যাওয়া খাল খনন করতে গেলে সেখানে তোষক-বালিশ বা প্লেট-বালতি পাওয়া যায়।

এক-দেড় বছরে আমরা এই সামগ্রিক চিত্র বদলাতে পারব না, তবে সমাধানের পথ দেখাতে পারব। স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। লেক বা খালের পাড়ে শাকসবজির আবাদ করা হলে যেমন সেখানকার পরিবেশ ভালো থাকবে,

তেমনি তা খাদ্যের চাহিদাও অনেকাংশে মেটাবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিবাদন জানিয়ে বলেন, আপনাদের আসলে কর্মী নয়, নেতৃত্বের অবস্থানে আসতে হবে। তিনি বলেন, রাজউককে ধন্যবাদ দেই যে রাজউক এই প্রথমবারের মতো একটি বিল উদ্ধার করার কাজ হাতে নিয়েছে। বিলটা ৯ একরের মতো। বিলটাকে ভরাট করে একটা হাউজিং কোম্পানি প্লট বিক্রি করছে যেটি কেরানীগঞ্জে। রাজউক এই প্রথমবারের মতো বিলটাকে উদ্ধারের কাজ হাতে নিয়েছে। যেটুকুন সময় আছে এটুকুনের মধ্যে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করব। উপদেষ্টা আরো বলেন, ভ্রান্ত অর্থনৈতিক যুক্তি দিয়ে আমাদেরকে আমাদের রাস্তা থেকে যেন সরাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক বাধা আসবে সেগুলো আমরা একসাথে মিলে প্রতিরোধ করব।

অনুষ্ঠানের শুরুতে রি-ওয়েট প্রকল্পের ওয়েবসাইট উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার, সুইডেনের দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রথম সচিব নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম, সাংবাদিক ইফতেখার মাহমুদ এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা এ এস এম মারজান নূর।

রি-ওয়েট প্রকল্পে আরো সহযোগিতা করেছে রিভার্সিং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া (রিডা), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। কনসোর্টিয়াম মেম্বার হিসেবে আরো রয়েছে ইউনিভার্সিটি অব শেফিল্ড, শেফিল্ড হ্যালাম ইউনিভার্সিটি, স্মিথ কলেজ, নগর আবাদ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং প্রচেষ্টা ফাউন্ডেশন।

উল্লেখ্য যে, “রি-ওয়েট” মূলত যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে তৈরি একটি গবেষণাভিত্তিক উদ্যোগ, যা ইউনিভার্সিটি অভ্ শেফিল্ড এবং বাংলাদেশের রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ কনসালট্যান্টস-এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এর আওতায় ঢাকার গুলশান-বনানী লেকের একটি অংশ পুনরুদ্ধারে কাজ করা হচ্ছে। - তথ্যবিবরণী