News update
  • UN Rights Office Warns of Gaza Escalation, West Bank Annexation     |     
  • UN Warns Wildfires and Climate Change Worsen Air Quality     |     
  • OIC Hails Belgian Declaration of Intent to Recognize Palestinian State      |     
  • Bomb blast kills 15 near political rally in Pakistan     |     
  • Corruption Persists Despite Uprising, TI Chairman Warns     |     

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচার কর

- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ

Worker 2025-09-03, 11:46pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1756921582.jpg

Dead body.



নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচারের দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভুঁইয়া।

আজ ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে নীলফামারীতে উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভে গুলি চালিয়ে  শ্রমিক হত্যার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন,“ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, শ্রমিক ছাঁটাই বন্ধ, উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম পরিশোধসহ ২০ দফা দাবিতে

নীলফামারী উত্তরা ইপিজেডের এভারগ্রিন লিমিটেডের শ্রমিকরা গত চারদিন ধরে  আন্দোলন ও কর্মবিরতি পালন করছিলেন। তাদের সাথে ইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকরাও যোগ দেন। গত সোমবার রাতে হঠাৎ করে মালিকপক্ষ মজুরি পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করলে, মঙ্গলবার শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। সে বিক্ষোভে পুলিশ, সেনাবাহিনী গুলি চালিয়ে ইকো পলিথিন কোম্পানীর কর্মী হাবিব ইসলাম নামে এক শ্রমিককে হত্যা করে এবং আরো অনেক শ্রমিক গুলিবিদ্ধ হয়।

হারুনার রশীদ ভুঁইয়া অবিলম্বে শ্রমিক হত্যার সাথেজড়িতদের  চিহ্নিত করে বিচার ও শাস্তির দাবি করেন।

তিনি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া ও গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রীয় দমন পীড়ন বন্ধেরও জোর দাবি জানান।