News update
  • Dubai begins construction of 'world's largest' airport terminal     |     
  • Met office issues heat wave alert for next 72 hours     |     
  • Rain expected in CTG, Sylhet within 24 hours     |     
  • MV Abdullah leaving UAE for Bangladesh today     |     
  • Hamas, studying new Israeli truce proposal, puts out hostage video     |     

বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম আশঙ্কা নেই : ডব্লিউএফপি

গ্রীণওয়াচ ডেস্ক অনাহার 2022-11-17, 6:16pm

resize-350x230x0x0-image-199360-1668683900-c860424716a012b361640bbc62fc40861668687406.jpg




‘বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম আশঙ্কা নেই’ বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, ডোমেইনিকো স্কালপেলি আমাকে জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে কোনোক্রমেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই।

কৃষিমন্ত্রী বলেন, বিষয়টি রাজনৈতিক ইস্যু হওয়ায় ডোমেইনিকো স্কালপেলি এটা নিয়ে সরাসরি কথা বলবেন না। তবে আমি জানতে চেয়েছিলাম, রেফারেন্স ব্যবহার করতে পারব কি না। তিনি সম্মতি দিয়েছেন।

আগামী ৭ দিনে দেশে শীতের সবজি ভরে যাবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, তখন এগুলো কেনার মানুষ পাওয়া যাবে না। কয়েক দিনেই দাম অর্ধেক হয়ে গেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।