News update
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     

কলাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যান্যক্রীড়া 2023-05-18, 10:45pm

a-partial-view-of-horse-race-held-in-kalapara-2-a6a78e1fd16235d3c9113f98e6ecd2711684428312.jpg

A partial view of horse race held in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শেষ বিকালে উপজেলার লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়া মাঠে এ ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ১০ জন দক্ষ অশ্বারোহী অংশ গ্রহন করে। এসময় বিভিন্ন সাজে সজ্জিত করা হয় দৌড়ে অংশগ্রহণকারী ঘোড়াগুলোকে। 

এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হয় হাজারো উৎসুক জনতা। দীর্ঘ বছর পরে এমন আয়োজন করায় অনেকটা উৎফুল্ল ছিলো স্থানীয় মানুষ। প্রতযোগিতা শেষে অংশগ্রহণকারীসহ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরুষ্কার তুলে দেন লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা। - গোফরান পলাশ