News update
  • Billionaire Backers Turn Critics of Trump’s Tariff Plan     |     
  • Bangladesh Ranked 47th Most Powerful Country      |     
  • Saima Wazed Took RAJUK Plot Without Formal Application: ACC     |     
  • Reforms in key sectors could create millions of jobs in BD: WB     |     

উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা

অন্যান্যক্রীড়া 2024-10-21, 1:17pm

swimming-contest-followed-a-swimming-training-programme-for-coastal-children-in-kalapara-on-sunday-d41d9b36c4121e7f5f9a1818ad34bcd41729495031.jpg

Swimming contest followed a swimming training programme for coastal children in Kalapara on Sunday



পটুয়াখালী প্রতিনিধি: "জীবনের জন্য সাঁতার " এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলের ভাসা প্রজেক্টের আওতায় শতাধিক শিশুদের দশ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রোববার (২০ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার মম্বিপাড়া গ্রামে বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ  (সিআইপিআরবি) এ প্রতিযোগিতার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট এর সেইভ সুপারভাইজার নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আলোকিত কুয়াকাটা'র সম্পাদক, প্রকাশক আনোয়ার হোসেন আনু,  সাধারণ সম্পাদক হোসাইন আমির,  সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ প্রমূখ।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু  লামিয়া, সুমাইয়া, রিপা, রবিউল, আব্দুল্লাহ,  হাসান সহ অনেকেই  সাঁতার শিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন। 

এসময় তারা বলেন, আমরা সাঁতার জানতাম না, দশ দিন প্রশিক্ষণ শেষে সাঁতার শিখতে পেরেছি। প্রথমে পানি দেখে ভয় পেতাম। এখন সাঁতার কাটতে পারি। ভয় কেটে গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন,  আমরা উপকূলের মানুষ। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত আমাদের মোকাবেলা করতে হয়। তাই আমাদের বাচ্চাদের সাঁতার জানাটা খুবই জরুরী ছিল।  যে প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।  -  গোফরান পলাশ,