Women aid centre at Kaplapara thana, Patuakhali
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই শিশুর দাদা বাদী হয়ে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই ওই কিশোরকে হেফাজতে নিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর দুপুরে লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের ওই শিশুকে ডাব খাওয়ানোর কথা বলে ওই কিশোর পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। পরে ওই শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষন করেন। এসময় শিশু যন্ত্রনাকাতর অবস্থায় ডাক চিৎকার দিলে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ওই কিশোর। পরে ওই শিশুকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মঙ্গলবার রাতেই ওই কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে। - গোফরান পলাশ