News update
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     
  • BRTA tops corruption list among public service offices: BBS     |     
  • Toll-free entry for vehicles via airport area expressway Thursday     |     
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     

কুয়াকাটায় ডাকাতদের ছোড়া গুলিতে ২ পুলিশ সদস্য সহ আহত ৪

অপরাধ 2022-09-13, 1:21pm

Injured Police man



পটুয়াখালী: কুয়াকাটায় ডাকাতদের ছোড়া গুলিতে দুই পুলিশ সদস্য সহ ৪জন আহত হয়েছে। সোমবার রাত ২টার দিকে কুয়াকাটার পৌরগোজা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ সহ স্থানীয়রা ডাকাতদের ধাওয়া দিয়ে প্রতিহত করতে গেলে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ছোড়া গুলিতে পুলিশ সহ ৪জন গুলিবিদ্ধ হয়।

Another injured Police man

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ৪ থেকে ৫ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় প্রবেশ করে। পরে তারা আজিজ মাষ্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি পুলিশকে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়। এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ভাবে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেল চালক গুলিবদ্ধ হয়। পরে পুলিশ সহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতদল সটকে পড়ে।

মহিপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান জানান,  স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিপুর থানায় কোন মামলা হয়নি।- গোফরান পলাশ