Arrest
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী পথে পাচারকালে তিন হাজার ৩৯০০ চোরাই ডিজেল এবং পাচারকারী দলের তিন সদস্য সহ একটি ট্রলার আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা।
আটককৃতরা হলেন পান্না মিয়া, মিজানুর রহমান ও মেহেদি হাসান। শুক্রবার ভোর রাত ৫ টার দিকে আন্ধারমানিক নদীর টিয়াখালী মোল্লাকান্দা মোহনা থেকে কোষ্টগার্ড সদস্যরা এদের আটক করেন।
পায়রা বন্দর কোষ্টগার্ড সিকিউরিটি ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নদীতে অভিযান চালিয়ে ষ্টিলবডি একটি ট্রলার ও ২০টি কন্টেইনারে রাখা ৩৯০০ লিটার ডিজেলসহ ওই তিনজনকে আটক করেন। দীর্ঘদিন ধরে সমুদ্র পথে এসব ডিজেল পাচার হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার দুপুরে আটক পান্না মিয়া, মিজানুর রহমান ও মেহেদি হাসানকে কলাপাড়া থানায় প্রেরণ করা হয়েছে। এছাড়া জব্দ করা ট্রলার ও ডিজেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে কোষ্টগার্ড কর্মকর্তা জানান। আটককৃতরা কলাপাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। - গোফরান পলাশ