News update
  • Dhaka's street chaos grows beneath its Metro Rail     |     
  • Khulna farmers have surplus of sacrificial animals for Eid     |     
  • Non-Proliferation Treaty Review Confce Agenda Still Unclear      |     
  • Israel Targets Hospitals and Begins Displacement of N. Gaza      |     

কলাপাড়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

অপরাধ 2023-03-12, 9:26pm

rape-c083531c3989f3257ee59a67ca2b62421678634779.jpg

Rape



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারনায় গিয়ে এক শিশুকে (১০) যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামীলীগ নেতা দেলোয়ার তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত নয়টায় ধুলাসার ইউনিয়নের বাবালাতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মহিপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে বারোটার দিকে নৌকা প্রতীকের প্রচারনা চালাতে বরকতিয়া গ্রামে যায় ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সহ বেশ কয়েকজন কর্মী। এসময় প্রচারনার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসে। এসুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। পরে শিশুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। - গোফরান পলাশ