News update
  • Bangladesh Lost $24B in 2024 as Extreme Heat Hits Economy     |     
  • Remittance Surpasses $10b in Four Months of FY 2025-26     |     
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     
  • Over 100 Killed in Brazil’s Deadliest Rio Police Raid     |     
  • Alphabet Tops $100 Billion Quarter as AI Drives Surge     |     

পটুয়াখালীতে মন্দিরের প্রতিমা ফেলে উল্টে রেখে গেছে দুস্কৃতিকারীরা

অপরাধ 2024-05-22, 12:20am

idols-were-displaced-at-a-patuakhali-temple-by-miscreants-on-tuesday-f0ea03eba6eed6caf2f21a440e5020131716315625.jpg

Idols were displaced at a Patuakhali temple by miscreants on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌর পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা এ তিনটি প্রতিমা ফেলে উল্টে রেখে গেছে দুস্কৃতিকারীরা।  মংগলবার দুপুর ২ টার দিকে কে বা কারা এমন কাজ করেছে তা কেউ বলতে পারছে না।  ঘটনার পর থেকে হিন্দু সম্প্রদায়ের শতশত মানুষ ভিড় করছে মন্দির আঙ্গিনায়। 

এ মন্দিরে এমন ঘটনা এই প্রথম বলে এলাকাবাসী জানিয়েছে।কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

জগন্নাথ আখড়া নাট মন্দিরের পুরোহিত কালাচাঁদ চক্রবর্তী  জানান, যারা এ ঘটনার সাথে জড়িত,তারা পরিকল্পিত ভাবে করছে। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন। - গোফরান পলাশ