News update
  • Walton installs country’s largest floating solar power plant     |     
  • Dhaka in heat trap; shining skyline overlooks viable designs     |     
  • Cyclone Montha forms in Bay, warning signal no. 2 issued     |     
  • Trump Heads to Japan Ahead of Key China Talks     |     
  • Walton Unveils Bangladesh’s Largest Floating Solar Plant     |     

কিশোরগঞ্জের ধানক্ষেতে মিললো প্রবাসীর স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ

অপরাধ 2024-07-12, 11:53pm

housewife-smrity-akhtar-f640d28306e5d6f4382f4b8b7c6ae8681720806818.jpg

Housewife Smrity Akhtar



কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ধানক্ষেত থেকে স্মৃতি আক্তার নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত স্মৃতি আক্তার কটিয়াদী পৌর এলাকার হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে। তিনি উপজেলার মসুয়া ইউনিয়নের প্রবাসী আমিনের স্ত্রী।

জানা যায়, গৃহবধূ স্মৃতির স্বামী আমিন প্রবাসে থাকেন। তাই গৃহবধূ তার বাবার বাড়ি হালুয়াপাড়াতে থাকতেন। বৃহস্পতিবার রাতে গৃহবধূর স্বামীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তার স্বামী তাকে ১০ হাজার টাকা পাঠিয়ে স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি মসূয়াতে যেতে বলেন। এরপর রাতে শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা হন স্মৃতি আক্তার। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে কটিয়াদী উপজেলার হালুয়াপাড়া এলাকায় একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, শুক্রবার সকালে খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। - মোঃ রাজু আহমেদ: কিশোরগঞ্জ প্রতিনিধি