News update
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     
  • China slaps 34% tax on US imports retaliating Trump tariffs     |     

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2024-10-04, 12:48pm

retertewr-afe4c1c7a62af637cb97e70d0c0aa12f1728024483.jpg

ইমতিয়াজ সেলিম



নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া সেল এক ক্ষুদে বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া, পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন আছে। তাকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানায় ডিএমপি।