News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় দুজন আটক

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2025-02-18, 7:02am

2d03c77e270fcd31d542b84687f2d9589f6a669b73899034-1e31512c8e6be874752b095c8e353caa1739840553.jpg




রাজধানীর উত্তরায় এক দম্পতির ওপর রামদা দিয়ে হামলার আলোচিত ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নং রোডে বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করায় এক দম্পতিকে রামদা দিয়ে কোপায় দুই যুবক।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক এক নারী ও এক পুরুষ পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছে।

হামলার শিকার ব্যক্তিরা হলেন মকবুল ও ইফতি। হামলার পর তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার ঘণ্টা দুয়েক পর স্থানীয় জনতা ওই দুই যুবককে  আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান। 

আটক দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবর্ধী থানায়। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকায়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান। তিনি জানান, রাত ৯টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাচালক এর প্রতিবাদ করেন।

তিনি আরও জানান, সেখানে আরেকটি মোটরসাইকেলে ছিলেন ওই দম্পতি। তারাও প্রতিবাদ জানান। প্রতিবাদ করায় রিকশায় ধাক্কা দেয়া বাইকের আরোহীরা তাদের হুমকি দেয়। তারা ফোন করে আরও দু-একজনকে ডেকে আনে। এরপর সেখানে তারা ওই দম্পতির ওপর চড়াও হয়।  তথ্য সময়।